লতার উজাড় করা সুর কিশোরের কণ্ঠে
    			
    			
    			
    			    হারুন আল রশীদ : এইচএমভির পুরো নাম হিজ মাস্টার্স ভয়েস। বুঝিয়ে বলতে গেলে এর লোগোটি এই রকম- একটি গ্রামোফোন প্লেয়ারের মাইক বা হর্নের সামনে মগ্ন হয়ে বসে আছে একটি কুকুর। হয়তো সে গান শুনছে, হয়তো কিছুই শুনছে না। যে কারণে দুনিয়াজুড়ে গানপাগল মানুষের কাছে এইচএমভি একটি পরিচিত নাম। সংগীতের বাজার…